মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

Facebook Id Open

সবারই Facebook id আছে
তার পরও যাদের নেই তাদের জন্য Facebook id খোলা নিয়ম, ব্যাবহারের পদ্ধতি নিচে সংক্ষিপ্ত আকারে দিয়ে দিলাম

এখনি একটি Facebook id খুলে নিন




প্রস্তুতি:- 

1- ফেইসবুকে দেওয়ার জন্য আপনার পছন্দ মতো একটি ছবি মেরোরিতে রাখুন এবং সেটা    কোথায়  এবং কি নামে আছে স্বরন রাখুন



2- ফেইসবুক খুলতে একটি সিমের নাম্বার দিতে হয়এবং সেই নাম্বারেই যাবতীয় তথ্য আসে

3- এবার প্রথমে Www.facebook.com যানতার পর Sign up অথবা Create new account ক্লিক করুন দেখবেন একটি ফরম পেইজ আসবে সেটা নিম্নে উল্লেখিত পদ্ধতিতে পূরন করুন
মনেকরি আপনি MD. Rakib  নামে একটি Facebook id খুলতে চান তাহলে First Name বক্সে দিতে হবে MD এবং Last Name বক্সে দিতে হবে Rakib তাহলে নামটি হবে Md. Rakib

4- Email or phone
বক্সে আপনার সেই ফোন নাম্বারটি দিন যেটি দিয়ে আপনি Facebook
খুলতে চান

5- Gender এর নিচে Select বক্সে ক্লিক করে আপনি ছেলে হলে Male এবং মেয়ে হলে Famale সিলেক্ট করে দিন

6- Birthday
এর নিচে তিনটি বক্স আছে, এগুলোতে আপনার জন্ম তারিখ দিতে হবে প্রথমটাতে তারিখ পরের টাতে মাস দিন এবং শেষের টাতে সাল হবে

7- New password এর বক্সে আপনার চয়েস মতো Password দিন(Password অবশ্যই মনে রাখতে হবে)

8-
এবার Sign up বাটনে ক্লিক করুন তাহলে আরেকটি নতুন পেইজ আসবে

বি:দ্র: এই পেইজে ভূল তথ্য দিলে কিংবে কোন বক্স ফাকা রাখলে কিন্তু পরের পেইজটি আসবে না

9-
এবার Confirm phone Number শিরোনামে একটি পেইজ আসবে এবং Enter confirmation code এর একটি বক্স আসবেএকটু অপেক্ষা করুন আপনি প্রথম পেইজে যে মোবাইল নাম্বারটা দিয়ে ছিলেন সেই নাম্বারে ফেইসবুক থেকে একটা মেসেজ আসবে এবং তাতে কয়েকটা ডিজিটের একটা কোড পাবেনসেই কোড টিই Enter confirmation code বক্সে লেখে Confirm ক্লিক করুন

10- 
এখন কয়েক জনের ফেইসবুক আইডি আসবে তুমি যার যার সাথে Friendship করতে চাও তাদের ডানে Add বাটনে ক্লিক করো{তাহলে তাদের কাছে তোমার Friend request চলে যাবেতারা Confirm করলেই ফ্রেন্ড হয়ে যাবে} এবার Done বা Skip বাটনে ক্লিক করুন

এবার একটি Search পেইজ আসবেSkip বাটনে ক্লিক করতে হবে

এবার আর একটি পেইজ আসবে 1.File does not exist বক্সে ক্লিক করে মেমরি থেকে সেই ছবিটি সিলেক্ট করুন যেটি ফেইসবুকের প্রফাইলে দিতে চানএবং Upload picture ক্লিক করুন অথবা ছবিটি এখন দিতে না চাইলে Skip দিনদেখুন একটি পেইজ আসবে তাতে Home|Edit profile|Friend|Message|Notification|Chat এই মেনু গুলো থাকবে ব্যাস আপনার ফেইসবুক আইডি খোলা হয়ে গেছে

এখন আপনি যে কোন সময় এই ব্রাইজার দিয়ে www.Facebook.com এই Address গেলেই আপনার ফেইসবুক টি ওপেন হবেকারন আপনার এই ব্রাউজারে আপনার ফেইসবুকটি Log in করা আছেকিন্তু যদি কোন কারনে Log out হয়ে যায় বা অন্য কোন মোবাইল বা ব্রাউজার দিয়ে Use করতে চান
তাহলে Www.facebook.com গিয়ে প্রথম বক্স আপনার মোবাইল নাম্বারটি দেন (যেটি দিয়ে ফেইসবুক খুলেছেন) এবং দ্বিত্বীয় বক্সে Password দিয়ে Log in করুন

1 টি মন্তব্য: